কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৬ বোমা মেশিন ধ্বংস

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯

কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৬ বোমা মেশিন ধ্বংস

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০নম্বর নামক এলাকা, ভোলাগঞ্জ গুচ্ছ গ্রাম ও কালাইরাগ নয়াবাজারে বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে কালাইরাগ নয়াবাজারে ৬টি বোমা মেশিন ধ্বংস করা হয় ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এবং ১০নম্বর নামক এলাকায় লাল নিশানা লাগিয়ে সরকারি জায়গা চিহ্নিত করা হয়েছে। অভিযানকালে পাথরবহনকারী বারকি নৌকা যাতায়াতের দুটি পথ পে-লোডার দিয়ে মাটি ভরাট করে বন্ধ করেও দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন।
টাস্কফোর্স সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাথর কোয়ারিগুলোতে বোমা মেশিন এমনকি সব ধরনের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেন উচ্চ আদালত। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে পাথর কোয়ারী এলাকাগুলোতে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়ে থাকে। এতকিছুর পরেও থেমে নেই বোমা মেশিনের তান্ডব। কতিপয় অসাধু পাথর ব্যবসায়ীরা পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে। যার ফলে কিছুদিন পর পর শ্রমিক নিহতের ঘটনাও ঘটে থাকে। শ্রমিক নিহতের ঘটনাও দমিয়ে রাখতে পারেনা পাথরখেকোদের। ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিনিয়ত তারা পাথর উত্তোলন করছে।

এ অবস্থায় গতকাল টাস্কফোর্স ভোলাগঞ্জের ১০নম্বর নামক এলাকা, ভোলাগঞ্জ গুচ্ছ গ্রাম ও কালাইরাগ নয়াবাজারে অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী জানান, বোমা মেশিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বারবার অভিযান পরিচালনা করার পরও কিছু অসাধু পাথরখেকোরা বোমা মেশিন দিয়ে পাথর লুটপাট করে যাচ্ছে। যখনই আমরা খবর পাই তখনই অভিযান পরিচালনা করে বোমা মেশিন ধ্বংস করে থাকি। আজ টাস্কফোর্সের অভিযানে ৬টি বোমা মেশিন ধ্বংস ও পে-লোডার দিয়ে পাথরবহনকারী বারকী নৌকার পথ মাটি ভরাট করে বন্ধ করে দেওয়া হয়েছে। লাল নিশানা লাগিয়ে সরকারি জায়গা চিহ্নিত করা হয়েছে। পাথরখেকোদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..