সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘জেনোসাইড পাস্ট, জেনোসাইড প্রেজেন্ট : রিথিঙ্কিং দ্য ফিউচার অব নন-ভায়োলেন্স এন্ড জাস্টিস’ শীর্ষক ৫ম উইন্টার স্কুল প্রোগ্রামে দারুণ সাফল্য অর্জন করেছেন তামান্না তাবাসসুম। মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এলএলবি (অনার্স) প্রোগ্রামের ৩০তম ব্যাচের এই শিক্ষার্থী ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে এই ৫ম উইন্টার স্কুল অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী উইন্টার স্কুল প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রমে সার্বিকভাবে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করায় ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ লাভ করেন তামান্না তাবাসসুম। এই প্রোগ্রামে আইন ও বিচার বিভাগের এলএলবি (অনার্স) শেষবর্ষের শিক্ষার্থী আরিফ রায়হান ও সামিয়া আল আজমিও অংশগ্রহণ করেন।
এদিকে তামান্নার সাফল্যকে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে অভিনন্দিত করেছেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।
প্রসঙ্গত, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী তামান্না তাবাসসুম ২০১৮ সালে ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত সার্ক মুট কোর্ট প্রতিযোগিতায় ‘বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড’ লাভ করেছিলেন। সম্প্রতি মানিকগঞ্জে গবেষণা প্রতিষ্ঠান এলকপ আয়োজিত মানবাধিকার সামার স্কুল প্রোগ্রামেও সফলতার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd