সিলেট নগরীর লন্ডনী রোডে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও ২৫ ভরি স্বর্ণ লুট

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

সিলেট নগরীর লন্ডনী রোডে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও ২৫ ভরি স্বর্ণ লুট

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর লন্ডনী রোড এলাকায় দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় লন্ডনী রোডে অগ্রণী ৬৯ ছয়েফ খান এলাকায় হাজী আহমদ আলী ভিলায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

টিনের চাল কেটে ডাকাত দল ঢুকছে বলে জানিয়েছেন আহমদ আলী ভিলার বাসিন্দারা। দূর্ধর্ষ ডাকাতির খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।

আব্দুল গণি সাজনের স্ত্রী ইমরানা আক্তার জানান, ডাকাতদল আনুমানিক সাড়ে ৮টায় বাসায় ঢুকে ২৫ ভরি স্বর্ণ, ল্যাপটপ, নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় সিসিটিভি ভেঙ্গেও সাথে করে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করছেন ডিসি (উত্তর) মো. আজবাহার আলী শেখ।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পুলিশ ঘটনাস্থলে তিনি নিজেও গেছেন। তবে এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ করা হয়নি বলে সাংবাদিকদের জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..