কুলাউড়ায় স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯

কুলাউড়ায় স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রী গ্রেপ্তার

ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় আব্দুল মুসলিম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় স্ত্রী রেজন বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কর্মধার ইউনিয়নের টাট্টিউলি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা।

ওসি বলেন, ঘটনার পর থেকে রেজন বেগম আত্মগোপনে ছিলেন। পুলিশের সাঁড়াশি অভিযানের মাধ্যমে ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মুকিত মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা সম্ভব হয়েছে।

এর আগে গত গত ২৭ জানুয়ারি (রোববার) পারিবারিক কলহের জেরে রাত ১০টার দিকে স্বামী আবু মুসলিম (৪০)- কে একই ইউনিয়নের টাট্টিউলি গ্রামে তাঁর নিজ বাড়িতে কুপিয়ে গুরুতর জখম করে ৪ সন্তানের জননী স্ত্রী রেজন বেগম প্রকাশ রিমা বেগম। পরে রাত ১১ টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুসলিম উদ্দিনের মৃত্যু হয়।

ঘটনার পরদিন ২৮ জানুয়ারি (সোমবার) নিহত মুসলিমের ভাই মো. মবশ্বির আলী বাদী হয়ে রেজন বেগমকে বিবাদী করে থানায় মামলা (নং-৪২) দায়ের করেন। ঘটনার পর থেকে রেজন বেগম পলাতক ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..