সিলেট বোর্ডে বেড়েছে এসএসসি পরীক্ষার্থী

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯

সিলেট বোর্ডে বেড়েছে এসএসসি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :: সিলেট শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭৬৯ জন বেড়েছে। এ বছর সিলেট বোর্ডে ১ লাখ ১৩ হাজার ১৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৪৮ হাজার ৯২৮ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৮৭ জন। গত বছর এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ২৪৬ জন। ছাত্রের সংখ্যা ছিল ৬১ হাজার ২৯৩ জন। আর ছাত্রী সংখ্যা ৬৪ হাজার ৮৭ জন। সিলেট বোর্ডের মোট ৮৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৩১টি কেন্দ্রে পরীক্ষা দিবে। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ এসব তথ্য জানিয়েছেন। আগামী শনিবার থেকে সিলেটসহ সারাদেশে শুরু হবে এসএসসি পরীক্ষ। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। বিষয়ভিত্তিক পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রæয়ারি আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ৫ মার্চ।

সিলেট বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী সিলেট জেলায় আর কম পরীক্ষার্থী হবিগঞ্জ জেলায়। সিলেট জেলার ৩৪৪ প্রতিষ্ঠানে ৪১ হাজার ৭৪২ পরীক্ষার্থী ৫০ টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ২৩ হাজার ৪১৭ জন। সুনামগঞ্জে ২০৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ হাজার ৭৬৩ জন পরীক্ষার্থী ২৯টি কেন্দ্রে পরীক্ষা দেবে। তাদের মধ্যে ছেলে ১১ হাজার ৬২ জন এবং মেয়ে ১৩ হাজার ৭০১ জন। মৌলভীবাজারে ১৮৪ প্রতিষ্ঠানে ২৪ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ছাত্র ৯ হাজার ৯৭২ জন এবং ছাত্রী ১৪ হাজার ৭১৩ জন। এসব শিক্ষার্থীরা ২৩টি কেন্দ্রে পরীক্ষা দেবে। হবিগঞ্জ জেলায় ১৫৯ প্রতিষ্ঠানের ২১ হাজার ৮২৫ পরীক্ষার্থী ২৯ কেন্দ্রে পরীক্ষায় বসবে। এর মধ্যে ছেলে ৯ হাজার ৫৬৯ জন এবং মেয়ে ১২ হাজার ২৫৬ জন।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বলেন, পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট শিক্ষা বোর্ড। সুন্দরভাবে পরীক্ষা গ্রহনে কাজ করবে ৩১ টি ভিজিল্যান্স টিম। এবার বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিটের নির্দেশনায় খাতা দেখা হবে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..