সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯
ভোলা প্রতিনিধি :: ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে উপজেলা প্রশাসন ও কোষ্টগার্ড অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ টি বিহিন্দী জাল জব্দ করা হয়েছে।
শুক্রবাব(১ফেব্রæয়ারী) এসব জাল জব্দ করা হয়,পরে শশীগঞ্জ ¯øুইজঘাটে এলাকায় এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তজুমদ্দিন কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো.মোনায়েম হোসেন জানান, শুক্রবার সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাসের নেতৃত্বে মেঘনার শশীগঞ্জঘাট, সিট্রাকঘাট, মহিষখালী, চৌমুহনী, বাগানের খালসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছের বংশ বিনাসকারী পাঁচটি বিহিন্দী জাল ও লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, বিকালে আটককৃত জাল শশীগঞ্জ ¯øুইজঘাট এলাকায় এনে জনসম্মুখে আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার প্রশান্ত কুমার দাস জানান, ২১ জানুয়ারী থেকে ৫ ফেব্রæয়ারী ১৫ দিন দেশব্যাপী অবৈধ জাল ধ্বংস করার বিশেষ অভিযান চলছে। তজুমদ্দিনের মেঘনায় সকল ধরণের অবৈধ জাল মুক্ত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd