পলাশের ‘চন্দ্রবিন্দু ও তাহাদের উপাখ্যান’, জেদান মুসার শুভকামনা

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

পলাশের ‘চন্দ্রবিন্দু ও তাহাদের উপাখ্যান’, জেদান মুসার শুভকামনা

মো. আজমল আলী :: অমর একুশে বইমেলার প্রথম দিন থেকে পাঠকপ্রিয়তা পেয়ে সাড়া জাগিয়েছে পল্লব পলাশের ‘চন্দ্রবিন্দু ও তাহাদের উপাখ্যান’ বইটি। বইটি কিনতে চৈতন্যে এর স্টলে ছিল ভিড়।

একজন তরুণ পুলিশ কর্মকর্তা পল্লব পলাশ। বর্তমানে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানাধীন জিডি সেবা শাখায় কর্ম রয়েছেন।

বইটি সম্পর্কে পল্লব পলাশ বলেন, ‘ আমি স্বপ্ন দেখতাম দেশ ও মানুষের জন্য কাজ করবো তারই সাথে নিজের স্বপ্নকেও বাস্তবায়িত করবো এবং আমি যখন থাকবো না, আমি বিশ্বাস করি আমার লেখা মানুষকে সুন্দর এবং ভালোবাসার পথ দেখাবে। বই হচ্ছে সন্তানের মত আমি বইটা লিখেছি মানুষের জন্য-ভালোবেসে কিছু করলে তা সফল হয়ই।

অমর একুশে বইমেলাসহ বইটি পাওয়া যাবে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে চলা সিলেট বন্ধুসভার বইমেলায়।

বইটি সম্পর্কে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি ( মিডিয়া ) জেদান আল মুসা বলেন, পুলিশ সবসময়ই কর্মব্যস্ত থাকে তার ফাঁকফোকর দিয়ে এমন একটি চিরকুট গ্রন্থ সত্যিই প্রশংসনীয়। আমার পক্ষ থেকে পল্লব পলাশের জন্য শুভকামনা সবসময়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..