বিছনাকান্দিতে পর্যটকদের উপর মাতালদের হামলা আহত ১ : আটক-২

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯

বিছনাকান্দিতে পর্যটকদের উপর মাতালদের হামলা আহত ১ : আটক-২

আলী হোসেন,গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে বেড়াতে আসা পর্যটকদের উপর মদ খেয়ে মাতাল অবস্থায় হামলা। মদের ভাঙ্গা বোতল দিয়ে হামলা করে গুরুত্বর আহত করেছে এক পর্যটককে। স্থানীয় জনতার সহযোগিতায় টুরিষ্ট পুলিশের টহলরত টিম দূর্বৃত্ব দ্বয়কে আটক করেছে।

জানাযায, সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দি পাথর কোয়ারীতে। রাতের আধাঁর শেষ হতে না হতেই প্রতিনিয়ত দেশ বিদেশের অগণিত পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাকৃতিক রূপলাবণ্য অবলোকনের জন্য এখানে বেড়াতে আসেন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে খুলনা জেলার খালিশপুর উপজেলার মোঃ শামিম আহমদ তার বন্দুদের নিয়ে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি পর্যটন এলকায় বেড়াতে আসলে। বিকেল সাড়ে ৩টায় রুস্তমপুর ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে বিলাল হোসেন (১৯) এবং বগাইয়া মুৃসলিমপাড়া গ্রামের মৃত আবুল কাশেম’র পুত্র দেলওয়ার হোসেন দিলু (২৭) বন্দুপ্রতিম পার্শ্বভর্তি দেশ ভারত থেকে আমদানিকৃত ( অফিসার চয়েজ) মদ খেয়ে মাতাল হয়ে মদের ভাঙ্গা বোতল দিয়ে শামিমদ্বয়ের উপর হামলা করে গুরুতর আহত করে এবং তাদের কাছ থেকে নগদ অনুমানিক ৬হাজার টাকা ছিনিয়ে নেয়। দিলু ও বিলাল হোসেন’র এমন অপকর্মের লীলা দেখে শামিম আহমদের সহযোগিরা আর্ত চিৎকার দিলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে তাদের আটক করা হয়।

এঘটনায় আহত শামিম আহমদ’র সহযোগিরা প্রতিবেদককে জানান,আমাদের উপর অর্তকিত হামলা করে আমাদের মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার প্রাক্ষালে আমাদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আমরা প্রানে রক্ষা পাই।

এবিষয়ে টুরিষ্ট পুলিশের এএসআই সবুজ আহমদ জানান,এমন ন্যাক্ষারজনক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক দুইজনকে উদ্ধার করি এবং টুরিষ্ট পুলিশের এডিশনাল এসপি একেএম মোশাররফ হোসেনকে অবহিত করে থানা পুলিশের হাতে সর্পোদ করি।

এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের পাশা-পাশি স্থানীয় জনতার সহায়তায় দূর্বৃত্ত বিলাল হোসেন ও দেলওয়ার হোসেন দিলুকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। অপরদিকে গোয়াইনঘাট উপজেলায় আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে থানা পুলিশের বিষেশ টিম স্বার্বক্ষনিক টহলরতবস্থায় রয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..