সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
সিলেটের দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ‘চিহ্নিত দুই রাজাকারপুত্র’কে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। তাদের মনোনয়ন পরিবর্তনের জন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবারও চিঠি দিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রে পাঠানো তালিকায় ৫ রাজাকারপুত্রের নাম থাকায় তাদের মনোনয়ন না দিতে ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর অনুরোধপত্র দিয়েছিল সংগঠনটি। কিন্তু ১১ ফেব্রুয়ারি এদের মধ্যে দু’জনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। তারা হলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং গোয়াইনঘাটের আজির উদ্দিনের ছেলে গোলাম কিবরিয়া হেলাল।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো চিঠিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল লেখেন, মার্চে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে জৈন্তাপুরে কুখ্যাত আবদুল ওয়াজিদ টেনাই রাজাকারের ছেলে লিয়াকত আলী এবং গোয়াইনঘাট উপজেলার একাত্তরের থানা শান্তি কমিটির আহ্বায়ক ঘাতক আজির উদ্দিনের ছেলে গোলাম কিবরিয়া হেলালকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে। জেলার সব মুক্তিযোদ্ধার পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোয়াইনঘাটে অন্যতম মনোনয়নপ্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান (লেবু) রয়েছেন। আমরা চাই- রাজাকারমুক্ত সংসদ, রাজাকারমুক্ত বিরোধী দল। এদিকে মনোনয়ন পাওয়ার পরদিনই লিয়াকতের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সূত্র:যুগান্তর
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd