সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ফেনাইকোনা গ্রামে পিতার উপর প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে শিশু শ্রেণীর ছাত্র দেলোয়ার আহমদ সাহেলকে জবাই করে হত্যা করে একই গ্রামের নুরউদ্দিনের পুত্র আবরারুলু (২০)। শনিবার দুপুর ১২টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সমাজ ও এলাকাবাসির অংশগ্রহনে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ লাইনে ঘাতক আবরারুলের ফাসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পশ্চিম জাফলং উইনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনূষ্টিত মানববন্ধন কর্মসূচীতে বক্তারা অভিলম্বে শিশু সাহেল হত্যাকান্ডের বিচার দ্রæত ট্রাইবুনালে এনে আরারুলের ফাসিঁ কার্যকর করার দাবি জানান। অন্যতায় এলাকাবাসিকে সাথে নিয়ে আবরারুলের স্বজনদের বসত বিটা উচ্ছেদেরও হুসিয়ারী দেন।
এসময় মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পশ্চিম জাফলং উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম,এ মতিন,সাবেক সভাপতি মন্জুর আহমদ,আব্দুল মালিক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মামুন পারবেজ, এসময় খুনি আবরারুলের পিতা নুর উদ্দিন বলেন শিশু দেলোয়ার আহমদ সাহেলকে আমার ছেলে পরিকল্পিতভাবে খুন করেছে তাকে ফাসিঁ দিয়ে এলাকায় আইনসৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখুন।
উল্লেখ্য শিশু হত্যার ঘটনাটি ৫ফেব্রæয়ারী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফেনাইকোনা গ্রামে এমন ন্যাক্ষার জনক ঘটনা ঘাটে। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে আবরারুল নামের একযুবকে গ্রেফতার করে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া আবরারুল বিঞ্জ মেজিষ্ট্রট’র আদালতে ১৬৪ দ্বারার জবান বন্দিতে ঘটনার সত্যতা স্বীকার করে। এসময় সে স্বীকামূলক জবান বন্দীতে জানায় দেলোয়ার আহমদ সাহেলের বাবার সাথে শত্রæতার জের ধরেই এমন হত্যাকান্ড করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd