সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৩০টি চোরাই গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-৪৮ (বিজিবি)। শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিছনাকান্দি সীমান্তের ইসলামাবাদ এলাকা থেকে এ গরুগুলো উদ্ধার করে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।
টহল কমাণ্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে গেলে ৩০টি গরু উদ্ধার করতে সক্ষম হই। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd