সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২টি, ভাইস চেয়ারম্যান পদে ৮টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫টি মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় ৩টি পদে প্রার্থীরা ১৮টি মনোনয়ন ফরম ক্রয় করলেও মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে জমা পড়েছে ১৫টি মনোনয়ন পত্র। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২টি।
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি (বিদ্রæহী) সতন্ত্রপ্রার্থী কামাল আহমদ বিকাল ৩টায় উপজেলা নির্বাচন অফিসে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এছাড়া মোঃ কুটি মিয়া, শংকর কুমার দাশ, আব্দুল হক, মাওলানা কবির আহমদ, আবুল হোসেন খান, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আব্দুর রব। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, মোছাঃ সুনারা বেগম, মাধবী রানী নম, প্রাণতি রানী মালাকার, পলিনা রহমান। ২০ ফেব্রæয়ারী দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করা হবে। ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd