সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯
নিজস্ব সংবাদদাতা :: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফারুক সরকার এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি গোলাম রব্বানী সুমনের মনোনয়ন বাতিল করা হয়।
বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথম বারের মতো দলীয় প্রতীকে নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। তাদের মধ্যে ৭জনের মনোনয়ন বৈধ হয়েছে। এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর প্রত্যেকেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে। প্রথম বারের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ’র উপদেষ্টা গোলাপ মিয়া। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশ না নেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক একাধিকবারের ইউপি চেয়ারম্যান লুৎফুল হক খোকন ও উপজেলা বিএনপির সেক্রটারী ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জামাল আহমদ। এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েছ, এমসি কলেজ ছাত্রলীগের দায়িত্ব প্রাপ্ত নেতা দেলোওয়ার হোসেন, জেলা ছাত্রদল নেতা সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী সুমন, যুবলীগ নেতা হীরক দেব, সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভুইয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, যুবলীগ নেত্রী পদ্মা দেবী এবং সাবেক ইউপি সদস্যা মনোয়ারা বেগম বীনা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd