সিলেট ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এম. আজমল আলী :: সিলেট নগরীর তালতলায় চেইন সুপার শপ ‘বিগবাজারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে সুপার শপটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের কুণ্ডুলি দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। এ সময় সুপার শপটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য উপরে থাকা হোটেল সুফিয়াতে আগুন ছড়ায়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে পরিদর্শনে ঘটনা স্থলে মেয়র আরিফ-ছবি আজমল আলী।
হোটেল কতৃপক্ষ জানায় আগুনের ফুলকি হোটেলের ৩য় তলা পর্যন্ত উঠে গিয়েছিল। সরকারি ছুটি থাকায় সিলেটের হোটেলগুলোতে পর্যটকে ভরপুর রয়েছে। হোটেল সুফিয়াতেও বিপুল সংখ্যক পর্যটক রয়েছে। তবে আগুনের খবর পেয়ে তারা দ্রুত নিচে নেমে আসতে সক্ষম হয়। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। আর উদ্ধার করা হয়েছে কোটি টাকার সম্পদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দমকল বাহিনী সিলেটের স্টেশন অফিসার শিমুল আহমদ জানান, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, অল্পের জন্য বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়তে পারতো আবাসিক হোটেলে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটতে পারতো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd