সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
স্টাফ রিপোর্টার :: র্যাব-০৯ এর নতুন অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন উইং কমান্ডার মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার তিনি র্যাব-৯’র সিলেস্থ সদরদপ্তরে যোগদান করেন।
এর আগে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সদরদপ্তরে কর্মরত ছিলেন। তিনি গত ৩ ফেব্রুয়ারি র্যাব সদরদপ্তরে যোগদানের পরে তাকে র্যাব-৯ সিলেটের অধিনায়ক হিসাবে বদলী করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি র্যাব ৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিজিবিতে বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত হন মো. আসাদুজ্জামান।
সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন সে জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd