সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯
সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পৃথিবীর সব জায়গাকেতই মানবাধিকার লঘিœত হচ্ছে। বর্তমানে এর সবচেয়ে বড় উদাহরণ রোহিঙ্গা সম্প্রদায়। মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ সফররত ব্রিটিশ ডেলিগেশন টিমকে (প্রতিনিধি দল) দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের উদ্যোগে গতকাল শুক্রবার সিলেট জেলা পরিষদের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন খান সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফ আরো বলেন, সুদূর প্রবাসে থেকেও বাংলাদেশের হতদরিদ্র মানুষের কল্যাণে প্রবাসীরা কাজ করেন, যা প্রশংসনীয়। তবে সঠিক পদ্ধতিতে কাজ করলে দরিদ্র জনগন এর সর্বোচ্চ সুফল পাবে। তিনি বলেন, সিলেট নগরীর প্রতিটি শিশুকে হেলথ কার্ডের আওতায় নিয়ে আসার কাজ শুরু হয়েছে। সুবিধাবঞ্জিত এলাকার শিশুদের শিক্ষা, স্বাস্থসহ মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এসব কাজ করতে পারলে সিলেট সুন্দর ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত হবে।
সংবর্ধনাপ্রাপ্ত ব্রিটিশষ প্রতিনিধিদলের সদস্যরা হলেন- মেয়র অব কিতলি কাউন্সিলর ফুলজার আহমদ, এমপি অব কিতলি জন গ্রগান, লর্ড মেয়র অব ব্র্যাডফোর্ড কাউন্সিলর জাফর আলী, এক্স-লর্ড মেয়র অব ব্র্যাডফোর্ড কাউন্সিলর আবিদ হোসাইন, ব্যবসায়ী ও এডেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আশরাফ মিয়া, সিইও অব বিইএপি ব্র্যাডফোড হুমায়ুন ইসলাম, চেয়ারম্যান অব ব্র্যাডফোড সিলেট অ্যাডুকেশন প্রজেক্ট সাহিদুর রহমান, কাউন্সিলর কানিজ আকতার, কাউন্সিলর কেথ বেকর, জেন আরনল্ড, ব্যবসায়ী গ্রাহাম সুয়েন, ব্যবসায়ী মানজ জশি, ব্যবসায়ী ভাবনা জশি, ব্যবসায়ী আব্দুল মোতলিব চৌধুরী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ড. দিলিপ কুমার দাস অ্যাডভোকেট। বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি আলাউদ্দিন আহমদ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী, শাহজাহান সেলিম বুলবুল, ছালিক আহমদ।
উপস্থিত ছিলেন দিলোয়ার হোসেন, শরিফুল ইসলাম, আবুল হাসনাত, আব্দুস সামাদ, এমদাদুর রহমান, দিলদার মিয়া মিটু, শিপলু মিয়া, রতনা বেগম, সাকিব খান, মোবাশ্বেরা বেগম পারু, নাসিমা আক্তার নীলা, নোবা, শারমিন কবির, নিশি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেয়াওয়াত করেন রুমেন খান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd