সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর আম্বরখানা ও উপশহর এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জানা গেছে- শনিবার (২ মার্চ) বিকাল ৪ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে আম্বরখানা দর্শন দেউড়ী এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক দুজন হলো- শহরতলীর খাদিমপাড়া নিপবন আবাসিক এলাকার আকবর আলীর ছেলে মো. জাফর আহমেদ (২৯) ও এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সায়েম (৩৩)। এসময় তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে পৃথক অভিযানে নগরীর উপশর এলাকা থেকে ইয়াবাসহ শরীফ আহমেদ (২৭) নামের একজনকে আটক করেছে র্যাব। আটক মাদক ব্যবসায়ী জকিগঞ্জের ইনামতি গ্রামের আব্দুল মুতালিবের ছেলে। এসময় তার কাছ থেকে ২০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (২ মার্চ) বিকালের এ অভিযানেও নেতৃত্ব দেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
আটক ৩ জনকে চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে তাদেরকে স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd