সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সাঁড়াশি অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সুহেলকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। আটকের পর সুহেল কে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তাকে ছিনিয়ে নিতে পূর্ব থেকে ওঁতপেতে থাকা অজ্ঞাতনামা ডাকাতের সাথে পুলিশের গোলাগুলিতে ওসমানীনগর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (০৬ মার্চ) ভোরে উপজেলার তাজপুর ইউনিয়নের চর ইসবপুর এলাকায় পুলিশ-ডাকাত গোলাগুলির ঘটনাটি ঘটে। গোলাগুলির ঘটনায় আহতরা হলেন- ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন, এসআই সুজিত চক্রবর্ত্তী, মমিনুল ইসলাম পিপিএম ও সুপ্রাংশু দে দিলু, এএসআই ইয়াছির আরাফাত, কনস্টেবল জীবন ও জমির। গোলাগুলির সময় ডাকাত সুহেলও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। পুলিশ সদ্যসরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন এবং গুলিবিদ্ধ ডাকাত সুহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৬ মার্চ) সন্ধ্যায় ওসমানীনগর থানায় এক প্রেস ব্রিফিংকালে এ সব তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার গভীর রাতে ওসমানীনগরের চর ইসবপুর গ্রামের ইর্শাদ আলীর ছেলে কুখ্যাত ডাকাত সর্দার সোহেলকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলামের তদারকিতে এবং ওসমানীনগর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ বিয়ানীবাজার থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বিয়ানীবাজার চন্দ্রগ্রাম এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকা সোহেলকে গ্রেপ্তার করে।
তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান দেয় সে। বুধবার ভোরে সোহেলকে সাথে নিয়ে ওসমানীনগরের চর ইসবপুর গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে ডাকাতগণ সোহলকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৯ রাউন্ড গুলি ছুঁড়লে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া গুলির স্প্লিনটার এবং ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যরা আহত হন। গোলাগুলিকালে ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে ডাকাত সোহেল আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি পুলিশ অ্যাসল্ট ও একটি অস্ত্র মামলা দায়ের করেছে। ওসমানীনগর থানা পুলিশ জানায়- ডাকাত সুহেলের বিরুদ্ধে ওসমানীনগর থানায় ১০টিসহ দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি অস্ত্র মামলাসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম (পিপিএম) জানান, ডাকাত সুহেলের বিরুদ্ধে ইতোমধ্যে করা তিনটি মামলা আমার কাছে রয়েছে। এ ঘটনায় বুধবার ওসমানীনগর থানায় একটি অস্ত্র আইনে (মামলা নং-০৪) একটি ও অপরটি পুলিশ এসল্ট (মামলা নং-০৫) দায়ের করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুখ্যাত ডাকাত সোহেলের বিরুদ্ধে ডাকাতি ও চুরির ঘটনায় ৮ টি মামলা রয়েছে। তাকে সুকৌশলে ধরার পর অস্ত্র উদ্ধারে অভিযান চালালে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় ডাকাতরা। তাদের হামলায় আমিসহ ৭পুলিশ সদস্য আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ”ডাকাত সুহেলকে ধরতে গিয়ে তার সাহস দুর্ধর্ষতা দেখে আমি অবাক হয়েছি। পুলিশের চাকরীকালে অনেক ডাকাত ধরেছি। এর মত ‘প্লাষ্টিকের’ ডাকাত আর দেখি নাই। প্রায় ৩ঘন্টা সে বানরের মত এক গাছ থেকে অন্য গাছে পালিয়ে যেতে চেষ্টা করে। আমরা দক্ষতার সাথে তাকে আটক করতে সক্ষম হই।”
এদিকে ডাকাত সুহেলের গ্রেপ্তারের খবরে ওসমানীনগর ও বিয়ানীবাজার এলাকার জনগণ আনন্দে মিষ্টি বিতরণ করেছেন। এই দুই এলাকার মানুষ সুহেলের সর্বোচ্চ শাস্তির দাবী করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd