হবিগঞ্জে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ আহত পুলিশকে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরন

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯

হবিগঞ্জে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ আহত পুলিশকে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরন

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রে কেন্দ্র দখল নিয়ে আওয়া্মী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ওই কেন্দ্রে কর্তব্যরত আনসার সদস্য আব্দুল মালিক (৩৮) ও পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্য জামাল উদ্দিন (২২) আহত হয়েছেন।

জামাল উদ্দিনকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জানান, শাহপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোববার বেলা ১১টায় এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোট স্থগিত করে দেওয়া হয়েছে।

এদিকে, আজমীরীগঞ্জ উপজেলায় চৌধূরী হামদুমিয়া্ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের কয়েকজন সমর্থক কেন্দ্রে ঢুকে ব্যালটপেপারে জালভোট দেওয়ার চেষ্টা করে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কল্যাণব্রত দাশ জানান, সকালে আওয়ামী লীগের কয়েকজন সমর্থক কেন্দ্রে ঢুকে জালভোট দেয়। এসময় আনসার সদস্যদের বাধায় তারা চলে যায়।

পরে ব্যালটে ৪৩টি জাল ভোট পাওয়া যায়। এ সময় কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ স্থগিত থাকলেও আবার চালু হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..