চেয়ারম্যান উসমান আলীর নিঃশর্ত মুক্তির দাবীতে মতবিনিময় সভা

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

চেয়ারম্যান উসমান আলীর নিঃশর্ত মুক্তির দাবীতে মতবিনিময় সভা
সিলেট :: সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান আলীর নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে কদমতলীর অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। 

সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাকুল হোসেন শামীমের সভাপতিত্বে ও মো. আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাব্বীর আহমদ বলেন, উসমান আলী একজন জনপ্রতিনিধি। সিলেট-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী ছিলেন। তার জনপ্রিয়তার কারনে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নবাসী বার বার তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। একজন ভালো মানুষ না হলে, ইউনিয়নবাসী বার বার তাকে নির্বাচিত করতেন না। উসমান আলীকে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হয়েছে, যা কোন সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তিনি উসমান আলীর নিঃশর্ত মুক্তি দাবী করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী নাহিদা আক্তার, জেলা যুগ্ম আহ্বায়ক মো. দৌলা মিয়া, জেলা সদস্য মামুনুর রশীদ, বালাগঞ্জ উপজেলা সভাপতি মো. ফজলু মিয়া, দক্ষিণ সুরমা যুব সংহতির সভাপতি মো. আক্তার হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য মো. কয়েছ আহমদ, নিমার আলী, মো. মনসুর আহমদ, মো. জলিল মিয়া, মো. আব্দুল কাদির, মো. রাবেল হোসেন, মো. আব্দুল হক, সিবা বেগম, মিতু বেগম, নুরুন নাহার প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..