সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটের গোয়াইনঘাটে প্রার্থীদের বিরামহীন প্রচার-প্রচারনার শেষ মুহুর্তে ভোটাদের মধ্যে আতংকতা বিরাজ করছে। প্রার্থীদের দিনভর বিভিন্ন স্থানে গনসংযোগ, উঠান বৈঠক, সভা আর পথসভায়ও যেন ভোটারদের উপস্থিতি আর আগের মতো লক্ষনিয় নয়।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৭৯হাজার ৩শত দুইজন। প্রায় ২লক্ষ ভোটারের এ উপজেলায় ৬৯টি ভোট কেন্দ্রর মধ্যে ৪৫টি কেন্দ্র রয়েছে ঝুকিপূর্ন। রাত পোহালেই অনুষ্টিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারের মধ্যে দেখা দিচ্ছে উৎক›ঠা আর আতংক।
নির্বাচনকে ঘিরে উপজেলার ঝুকিপূর্ন কেন্দ্রের মধ্যে রয়েছে ১নং রুস্থমপুর ইউনিয়নের বিছনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,বগাইয়া হাওর মাদ্রাসা, হাদার পার সরকারী প্রাথমিক বিদ্যালয়, লামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়, খলামাধব সরকারী প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবির উচ্চ বিদ্যালয়। ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সোনার হাট সরকারী উচ্চ বিদ্যালয়, মনাইকান্দি মাদ্রাসা, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়, ছাতারগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, লাবু সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রতাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গহড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৩নং পূর্বজাফলং ইউনিয়নের জাফলং চা-বাগান প্রাথমিক বিদ্যালয়, জাফলং বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুসলিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নলজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়, আসামপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাউরভাগ হাওর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৪নং লেঙ্গুড়া ও ৯নং ডৌবাড়ী ইউনিয়নের লেঙ্গুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডৌবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় লংপুর, লামাদুমকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাকুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এছাড়াও ৫নং আলীরগাঁও ও ৬নং ফতেহ পুর ইউনয়নের মধ্যে ঝুকিপূর্ন কেন্দ্রগুলি হলো পুকাশ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, পুকাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বারর্কিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোওরবাজার উচ্চ বিদ্যালয়, বাঘের সড়ক উচ্চ বিদ্যালয়, কুরিহাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুধীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিন্নকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজ্বী মদরিছ আলী উচ্চ বিদ্যালয় ফতেহপুর।
এছাড়াও ৭,৮ নং ইউনিয়নে পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়, নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, নন্দীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, জলুরমূখ ( আবাদীপাড়া ) সরকারী প্রাথমিক বিদ্যালয়, লাকি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলতৈলছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বীরকুল্ িসরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব পেকেরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান, বিশাল আয়তনের এ উপজেলার সকল ভোটাররা যাতে নির্দলীয় এবং নির্বিগ্নভাবে কোন প্রকার প্রভাব ছাড়া নির্বাচন করতে এবং স্বস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য সবধরনের আইনি প্রক্রিয়ার ব্যাবস্থা নিয়েছি।
গুরুত্বপূর্ন এসব কেন্দ্রের ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল বলেন, ভোটারদের নির্বিগ্নভাবে ভোট প্রয়োগে কোন প্রকার হয়রানি এবং সহিংসতামুক্ত ভোট গ্রহনে থানা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনসৃংখা বাহীনি স্বার্বক্ষনিক মাঠে তৎপর থাকবে। এবং কোথাও কোন প্রকার সহিংসতামূলক ঘটনা হলে যেকোন বাহিনী তড়িৎ ব্যবস্থা নেবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd