গোলাপগঞ্জের রিমাকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান,প্রয়োজন আরও ১০ লাখ

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯

গোলাপগঞ্জের রিমাকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান,প্রয়োজন আরও ১০ লাখ

সিলেট :: সিলেট সরকারী কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী সৈয়দা রিমা বেগমের দুটি কিডনি অকেজ,তার চিকিৎসা সহায়তা চেয়ে গত ৩০ জানুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।সংবাদ প্রকাশের পর অনেকেই তার পাশে দাঁড়ায়।

গত ২০ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও তাকে পাঁচ লাখ টাকা অনুদান দেয়া হয়।কিন্তু সম্পুর্ণ টাকা না উঠায় এখনও চিকিৎসা করাতে পারছে না রিমা।

সিলেটের সকল অনলাইন ও প্রিন্ট সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিমার ভাই সাংবাদিক সৈয়দ রাসেল আহমদ।তিনি বলেন আমার বিপদের সময় আমার সাংবাদিক ভাইয়েরা আমার পাশে দাড়িয়েছেন,আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তবে ভারতে চিকিৎসা করতে রিমার প্রায় ১৫-২০ লক্ষ টাকা প্রয়োজন।ভারতের চেন্নাইয়ের শ্রী নারায়ন চন্দ্র হাসপাতালে রিমার কিডনি চিকিৎসার কথা রয়েছে,তারা আনুমানিক ১৫ লক্ষ টাকা লাগবে বলে জানিয়েছে,এছাড়াও অন্যান্য খরচ বাবত আরও পাঁচ লক্ষ টাকা লাগতে পারেও বলে জানিয়েছে তারা।

সব মিলিয়ে বিশ লক্ষ টাকা জোগাড় না হওয়ায় অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে রিমাকে।রিমার পরিবার সমাজের বিত্তবানদের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন।

যারা সহযোগীতা করতে ইচ্ছুক তারা রিমার ভাই সৈয়দ রাসেল আহমদের (01726-096278 বিকাশ) নাম্বারে যোগাযোগ করতে পারেন, এছাড়াও ব্যাংক একাউন্টের মাধ্যমেও সহযোগীতা করতে পারেন।(002312100049635) একাউন্ট- সৈয়দ রাসেল আহমদ,সাউথইস্ট ব্যাংক,বন্দর বাজার সিলেট। -বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..