সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ লক্ষ ৩০ হাজার টাকার ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ এক যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার বিকাল ৫ টায় ঢাকা-সিলেট মহাসড়কের তেলি বাজারের সিটি গেইটের সামন থেকে চোরাচালান চক্রের সদস্য সাইফুর রহমান (২০) আটক করা হয়। সে জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি গ্রামের নুরুই ইসলামের পুত্র।
সিলেটের মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) জেদান আল-মূছা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা শাখা (দক্ষিণ জোন) এর সহকারী কমিশনার (এসি) জুবের আহমদের নেতৃত্বে একটি দল পুলিশ দক্ষিণ সুরমার তেলিবাজারে অভিযান চালিয়ে চোরাচালান কারীদের অন্যতম সদস্য সাইফুর রহমানকে আটক করা হয়। এসময় নিষিদ্ধ আমদানিকৃত ভারতীয় বিড়ি বহনকারী কাভার্ড ভ্যান (পিকআপ) আটক করে মহানগর ডিবি পুলিশ। জব্দকৃত ভারতীয় বিড়ির আনুমানিক মূল্য ৬ লক্ষ ৩০ হাজার হাজার টাকা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd