নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে ঘোড়ার বিজয় সুনিশ্চিত : নির্বাচনী শেষ সভায় স্বপন

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯

নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে ঘোড়ার বিজয় সুনিশ্চিত : নির্বাচনী শেষ সভায় স্বপন

স্টাফ রিপোর্টার :: গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ আলম স্বপন বলেন, সোমবারের নির্বাচনে ঘোড়া মার্কার জোয়াড় উঠবে। মানুষ এখন শান্তি চায়, উন্নয়ন চায়। মানুষের আস্থা ও ভালবাসা নিয়েই ঘোড়া মার্কার বিজয়ের মালা পড়বে।

পাশাপাশি পাথর কেন্দ্রিক ব্যবসায় যাতে পর্যটন সম্ভাবনার গোয়াইনঘাট যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে নজর দেওয়া হবে। পর্যটনকে এগিয়ে নিতে কাজ করবো। তিনি বলেন- প্রযুক্তিগত শিক্ষায় যাতে বাংলাদেশ এগিয়ে যায় সেকারনে কারিগর কলেজ স্থাপন করা হয়েছে। এই কলেজকে আরো সম্প্রাসারন ও আধুনিক করণে সবাইকে নিয়ে কাজ করবো।

উপজেলাবাসীর পবিত্র আমানত ভোটের মাধ্যমেই ঘোড়া মার্কার জয়জয়কার হবে। তিনি বলেন, নির্বাচন বানচাল, ভোট ডাকাতি না হয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আনারসের বিজয় সুনিশ্চিত।

পর্যটন নগরী ও আধুনিক গোয়াইনঘাট গড়তে ঘোড়া মার্কায় ভেটি দিন। তিনি বলেন আমার জীবন যৌবনের সব সময় টুকু জনসেবায় নিয়োজিত করলাম যতদিন বেঁচে থাকব তথদিন এলাকার সেবায় নিয়োজিত থাকতে চাই। তিনি আগামী ১৮র্মাচ ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

শনিবার বিকাল ৪টায় উপজেলার কোওরবাজার, সন্ধ্যা ৬টায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাটসহ বিভিন্ন স্থানে পৃথক পথসভায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতস্ত্র প্রার্থী আলহাজ্ব শাহআলম স্বপন এসব কথা বলেন।

এসব পথ সভায় সভাপতিত্ব করেন উপজেরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খায়রুল ইসলাম ও বিশিষ্ট মুরব্বি হাজি ছয়ফুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দস আলী, উপজেলা জাতীয় পার্টিও সভাপতি ফারুক সরকার, সহ-সভাপতি আব্দুর রব, হাজি ফখরুল ইসলাম, শাহজাহান সিদ্দিকী, মুহিবুর রহমান বাবুল, আব্দুস সালাম, আতিকুর রহমান, শাহবুদ্দিন প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..