সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : একটি বিমা কোম্পানির প্রচারণামূলক বিজ্ঞাপনে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়িকা পপি। শনিবার সকালে শুটিং চলছিল চট্টগ্রামে। যেখানে তাকে স্কুটি চালাতে দেয়া হয়েছিল। সেটি চালাতে গিয়ে পড়েন বিপাকে। স্কুটি থেকে পড়ে হাত ও পায়ের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন নায়িকা। তবে আঘাত গুরুতর নয়।
ঘটনার বর্ণনা দিয়ে পপি বলেন, ‘শুটিংয়ের জন্য স্কুটি চালাতে হয়েছিল। সাইকেল চালাতে পারি, তাই সাহস করে স্কুটিও চালাতে গেছিলাম। কিন্তু মোড় ঘুরতে গিয়ে ব্যালেন্স রাখতে পারিনি, পড়ে যাই। হাতে পায়ে বেশ ব্যথা পেয়েছি। প্রাথমিক চিকিৎসা নিয়েছি। ঢাকায় ফিরে ফুল চিকিৎসা নেব।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপির আগামীকাল রবিবার ঢাকায় ফেরার কথা আছে। কারণ তিনি যে বিজ্ঞাপনটির শুটিং করছিলেন, সেটির কাজ শেষের দিকে। সামান্য কিছু কাজ বাকি আছে। কিন্তু দুর্ঘটনায় আহত হয়ে আপাতত বিশ্রামে আছেন নায়িকা।
পপি অভিনীত বিজ্ঞাপনটি পরিচালনা করছেন তৌহিদুল ইসলাম। প্লান বি-এর ব্যানারে এটি নির্মিত হচ্ছে বলে তিনি জানান। বলেন, ‘সরকারি প্রচারণামূলক বিজ্ঞাপন এটি। দেশে বর্তমানে নানা দুর্ঘটনা ঘটছে। তাই দেশের মানুষকে বিমা সম্পর্কে উৎসাহিত করতে বিজ্ঞাপনটি বানানো হচ্ছে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd