সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ কেজি আগরের বাকল আটক করা হয়েছে যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। এ সময় আটক করা হয়েছে আগর বহনকারী তিন যাত্রীকে।
আজ সোমবার (২৫ মার্চ) বেলা ১টায় বাংলাদেশ বিমানের বিজি-৪০২ ও বিজি-২০২ ফ্লাইটের তিনজন যাত্রীর কাছ থেকে এগুলো আটক করা হয়।
ওই তিন যাত্রী হলেন- সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন ও সাঈদুল ইসলাম। তাদের পাসপোর্ট নং যথাক্রমেঃ BW-0970482, BK-0243451 ও BW-0955874।
জানা গেছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের লাগেজ তল্লাশি করে কাস্টমস ও ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন প্রত্যেকের লাগেজের ভেতর থেকে ৮ কেজি করে সর্বমোট ২৪ কেজি আগরের বাকল উদ্ধার করে। এগুলোর আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। উদ্ধারকৃত আগর কাস্টমস কর্তৃক ডিএম করা হয়েছে (ডিএম রশিদ নং যথাক্রমে- ৪৫৪১, ৪৫৪২ ও ৪৫৪৩ তাং-২৫/০৩/১৯ ইং )। আটক তিনিজন সিলেট টু ঢাকা টু কাতারের যাত্রী বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd