সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : ২০১৮ সালের ২৯ জুন দীর্ঘদিনের বান্ধবী ফারিয়া ইরাকে বিয়ে করেন এনামুল হক বিজয়। প্রায় এক বছর হতে চললেও এখনো বিয়ে নিয়ে স্মৃতিকাতর বিজয়ের স্ত্রী।
বিয়ের সময়টাতে ক্যারিয়ারের বাজে সময় কাটলেও এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন বিজয়। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবারের আসরেও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হলুদের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ইরা। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘ওয়েডিং বেলস’ নামে একটি অ্যালবাম খুলেছেন তিনি। এরপর সেখানে এখন পর্যন্ত সাতটি ছবি এবং একটি ভিডিও পোস্ট করেছেন বিজয়ের স্ত্রী।
ছবির ক্যাপশনে ইরা লেখেন, ‘পিছনে ফেরা: আমার হলুদ সন্ধ্যা।’বিজয়ের স্ত্রী ফারিয়া ইরা এখনো পড়াশোনা করছেন। রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) বিবিএ পড়ছেন তিনি। দীর্ঘদিন ধরে বিজয়ের সঙ্গে প্রেমের পর গেল বছরের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এই জুটি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd