জালিয়াতির অভিযোগে সুবিদবাজার থেকে পিস্তলসহ মামুন গ্রেফতার

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

জালিয়াতির অভিযোগে সুবিদবাজার থেকে পিস্তলসহ মামুন গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর সুবিদবাজার থেকে পিস্তল ও জালিয়াতির বিপুল পরিমাণ কাগজপত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মামুন কিবরিয়া রয়েছেন। র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে এই অভিযান চালায় র‌্যাব ও পুলিশ।

নগরীর বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, মামুন কিবরিয়ার বিরুদ্ধে পুলিশের কাছে জালিয়াতির অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে আজ র‌্যাব ও পুলিশ সুবিদবাজারস্থ তার অফিসে অভিযান চালায়। এসময় মামুন কিবরিয়া, তার দুই কর্মচারী সুরঞ্জিত এবং শঙ্করকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, পুলিশ একটি পিস্তল জব্দ করেছে। পিস্তলের কোনো কাগজপত্র দেখাতে পারেননি মামুন কিবরিয়া। এছাড়া চেক, দলিলসহ জালিয়াতির বিপুল পরিমাণ কাগজপত্র জব্দ করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..