সিলেটে পাঠাওয়ের বিরুদ্ধে শোষণের অভিযোগ রাইডারদের

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

সিলেটে পাঠাওয়ের বিরুদ্ধে শোষণের অভিযোগ রাইডারদের

ক্রাইম সিলেট ডেস্ক :: পাঠাও’ কর্তৃপক্ষের বিরুদ্ধে শোষণ ও বঞ্ছনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সিলেটে এই রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটির রাইডাররা।

মঙ্গলবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঠাওয়ের বিরুদ্ধে শোষনের অভিযোগ ফ্রিল্যান্স রাইডারস এসোসিয়েশন অব সিলেটের নেতৃবৃন্দ। এসময় তারা আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রাইডাররা বলেন, প্রায় সমপরিমাণ খরচ হলেও ‘পাঠাও’ কর্তৃপক্ষ ঢাকা বা চট্টগ্রাম থেকে সিলেটের রাইডারদের অর্ধেক পারিশ্রমিক দিচ্ছে। এই শোষণের বিরুদ্ধে বারবার কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিলেও কোন ইতিবাচক ফলাফলতো আসছেই না, উল্টো নিরীহ রাইডারদের হয়রানী করা হচ্ছে। এ অবস্থায় রাইডাররা পরিবার পরিজন নিয়ে রীতিমতো বিপর্যস্ত। তাছাড়া লেখাপড়ার খরচ চালাতে অনেক ছাত্র পার্টটাইম রাইড শেয়ারিং করছে। কিন্তু ‘পাঠাও’ কর্তৃপক্ষের শোষণের কারণে তারা প্রত্যাশিত আয় থেকে বঞ্চিত হচ্ছেন। এতে এই ব্যবসায় তারা যেমন আগ্রহ হারাচ্ছে, তেমনি এর সম্ভাবনাও ক্রমশঃ ধ্বংস হয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, রাইড শেয়ার করতে হলে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র ঠিক থাকতে হয়। অথচ মোটা অংকের মুনাফার লোভে পাঠাও কর্তৃপক্ষ কাগজপত্রহীন ও ভূয়া লাইসেন্সধারীদের রাস্তায় নামিয়ে দিচ্ছে। এতে যাত্রী সাধারণ নানা ঝামেলায় পড়ছেন অহরহ। তারা রাইড শেয়ারিং থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে পেশাদার রাইডাররাও মারাত্মক সংকটে পড়ছেন, প্রতারিত হচ্ছেন।

ফ্রিল্যান্স রাইডারদের অভিযোগ, রাইড শেয়ারিং অংশীদারিত্বমূলক ব্যবসা হলেও সিলেটের পাঠাও অফিসের কর্মকর্তারা রাইডারদের সাথে রীতিমতো প্রভূসুলভ আচরণ করছেন। সু-আচরণ বিষয়ে তাদের প্রশিক্ষনের প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করছেন রাইডাররা। তাছাড়া কর্তৃপক্ষ রাইডারদের প্রতি আদেশ ও অসৌজন্যমূলক নোটিশ পাঠাচ্ছেন বলেও সংবাদ সম্মেলণে তারা অভিযোগ করেছেন। এতে তারা মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন বলেও মনে করছেন।

সংবাদ সম্মেলনে রাইডাররা বলেন, অবিলম্বে কর্তৃপক্ষকে রাইডারদের উল্লিখিত সমস্যাগুলো সমাধান করতে হবে। তারা তাদের দাবি আদায়ে বুধবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। এরপর আরো বড় আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামবেন বলেও ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে রাইডারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোতহার হোসেন। উপস্থিত ছিলেন, ফ্রিল্যান্স রাইডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাছিব সাহেদ, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী ও শামীম আহমদ, সাধারণ সম্পাদক খালিদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরান মুন্না লস্কর, প্রচার সম্পাদক জাকির আহমদ, অর্থ সম্পাদক মস্তাক আহমদ, সহ অর্থ সম্পাদক জোবায়ের আহমদ, দফতর সম্পাদক সাইফ খান, সিনিয়র উপদেষ্ঠা সদস্য ফরহাদ আহমদ, সালেহ আহমদ, মো. কয়েস, সিনিয়র সদস্য জামাল আহমদ, মইনুল ইসলাম ও রবীন্দ্রচন্দ্র দাস।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..