সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জাফলং পাথর কোয়ারি এলাকার পিয়াইন নদীর ওপর থেকে অস্থায়ী বেইলি ব্রীজ অপসারণ করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে (৪এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় পাথর কোয়ারি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের নিজ উদ্যোগে পেলোডার মেশিন দিয়ে এ বেইলি ব্রীজটি অপসারণ করেন।
জানা যায়, জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় রোধে প্রায় ১৪.৭৩ বর্গ কিলোমিটার এলাকাকে চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে প্ররিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। এতে করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মহামান্য উচ্চ আদালতের এক আদেশে জাফলং কোয়ারি থেকে উত্তোলিত পাথর পরিবহনের জন্য ডাউকি-পিয়াইন নদীর ওপর বেইলি ব্রীজ স্থাপনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তীতে ব্যবসায়ী সংগঠনের অন্য আরেক রিট আবেদনের প্রেক্ষিতে মামলা নং ১১৭২/২০১৮ এর আলোকে মহামান্য হাইকোর্ট কোয়ারি থেকে উত্তোলিত পাথর পারাপারের জন্য ডাউকি-পিয়াইন নদীর ওপর একটি অস্থায়ী বেইলি ব্রীজ স্থাপনের নির্দেশ দেন। সে অনুযায়ী স্থানীয় ব্যবসায়ীরা পাথর পরিবহনের জন্য স¤প্রতি পিয়াইন নদীতে অস্থায়ী একটি বেইলি ব্রীজ নির্মাণ করেন। কিন্তু পরিবেশের জন্য হুমকি স্বরূপ বিধায় গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ব্রীজটি অপসারণের জন্য নির্দেশ দেন।
এতে ঐক্যমত পোষন করে ব্যবসায়ীরা নিজ উদ্যেগে মঙ্গলবার সন্ধ্যায় বেইলি ব্রীজটি অপসারণ করেন। এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, আদালতের পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী (ইসিএ) অর্ন্তভূক্ত এলাকায় বেইলি ব্রীজ স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু হাই কোর্টের অন্য আরেক আদেশের বলে পাথর ব্যবসায়ীরা বেইলি ব্রীজ স্থাপন করেছিল। কিন্ত পরিবেশের বিপর্যয় রোধে ব্রীজটি অপসারণের জন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করলে নিজেদের উদ্যোগে তারা ব্রীজটি অপসারণ করে নেয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd