সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : টাকা লোপাট ও প্রবাসী স্বামীকে ফাঁসাতে নিজের স্কুলপড়ুয়া ছেলেকে অপহরণ নাটক করেন স্ত্রী। এর সঙ্গে যোগদেন ছেলের এক খালা। তবে স্থানীয় ও পুলিশের তৎপরতায় অপহরণ নাটকের ছয় ঘন্টা পর দ্বিতীয় শ্রেণির ছাত্রকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার জেলার শিবচরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া নিরব উপজেলার কাঠালবাড়ি ইউপির চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র।
অপহৃত নিরব বলেন, ক্লাশ থেকে আন্টি (মাকসুদা) ডাক্তার দেখানোর কথা বলে শিবচর নিয়ে আসেন। পরে আমাকে একটি বাসায় রেখে চলে যান।
খালা মাকসুদা বেগম বলেন, দুলাভাই বড় বোনকে খুব চাপে রাখলে সম্পর্কের চরম অবনতি ঘটে। তাই তাকে শিক্ষা দিতে ও পাঁচ লাখ টাকা হাতিয়ে নিতে নিরবকে অপহরণের নাটক সাজানো হয়। সেই মোতাবেক তাকেকে স্কুল থেকে নিয়ে আসি। ১৫-২০ হাজার টাকার চুক্তিতে শেফালীর বাসায় রাখি। এরপর প্রথমে চাচতো ভাইকে অপহরনের কথা জানাই। কিন্তু প্রথমে সাংবাদিক, পুলিশ চলে আসায় ও স্থানীয়রা নিরবকে পেয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। আমাদের জিজ্ঞাসাবাদ করলে নাটক ফাঁস হয়ে যায়। এছাড়া সাবিনার সঙ্গে চাচাতো বোনের স্বামীর সঙ্গে পরকীয়াও রয়েছে।
মা সাবিনা আক্তার বলেন, স্বামী বিদেশ থাকলেও দুই ছেলের জন্য তেমন কোন খরচ দিতে চায় না। অনেক রাগী। তাই তাকে শিক্ষা দিতে ও ব্যাংকে রক্ষিত টাকা ভাগিয়ে নিতে এ নাটক সাজিয়েছি। ছেলের ক্ষতি করিনি। ওর ভালোর জন্য ওই নারী সঙ্গে ১৫-২০ হাজার টাকাও দিতে চেয়েছি। যে নাম্বার থেকে মুক্তিপণের টাকার জন্য ফোন এসেছে, সেটি আমাদের পুরনো সিম।
এএসপি আবির হোসেন বলেন, অপহরণের ঘটনায় রহস্য উদঘাটনের পর শিবচর থানায় মামলা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd