সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খানের অনুসারী মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল গ্রুপের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের পীযুষ বলয়ের ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
শুক্রবার রাত ৯টার দিকে নগরীর জেলরোড এলাকায় এই হামলায় দুজন আহত হন। এসময় জহির উদ্দিন তারু মিয়ার দোকানেও ভাংচুর করেন ছাত্রলীগের কর্মীরা।
আহতরা হলেন- কামরুল আই রাসেল গ্রুপের কর্মী আসগর ও লিটন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান , নগরীর জেলরোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল আই রাসেল গ্রুপের নেতাকর্মী ও ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটেছে। প্রথমে জিন্দাবাজার পয়েন্টে তারু মিয়ার ভুসিমালের দকানে রাসেলকে খোঁজতে এসে তাঁকে না পেয়ে দোকানের মালামাল ভাংচুর করে তারা। এসময় ছাত্রলীগ কর্মীরা ‘পীযুষ দাদা, পীযুষ দাদা, জয় বাংলা’ শ্লোগান দিতে থাকেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে দোকানের ম্যানেজার সুজন মিয়া বলেন, হঠাৎ করে শ্লোগান একটি দিয়ে ছাত্রলীগের কর্মীরা কামরুল আই রাসেলের খোঁজ করেন। পরে তাঁকে না পেয়ে দোকানে ভাংচুর করে আবার শ্লোগান সহকারে চলে যায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন সিলেট বলেন, ‘ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একটি পক্ষ জিন্দাবাজারে একটি দোকান ও গাড়ি ভাঙচুর করেছে। তবে কোন কিছু নিয়ে যায়নি।’
তবে দোকান মালিক সামসুজ্জামান শওকত সিলেট বলেন, হামলার সময় দোকানের ফ্রিজসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd