হত্যার প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

হত্যার প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার :: দেশব্যাপী চলমান ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা ও ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে শনিবার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সিলেটে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্টিত হয়েছে।

শতভিষা’র অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত, ‘শতভিষা’ এই প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষ একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করে। ‘শতভিষা’র মূখ্য নির্বাহী রীমা দাস বলেন, দেশে প্রতিনিয়ত নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বেড়েই চলেছে। ধর্ষণের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। শিশুরাও রক্ষা পাচ্ছেনা ধর্ষকদের লালসার ভয়াল থাবা থেকে। আজ নারীরা কোথাও নিরাপদ নেই। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে ধর্ষণ এবং আগুনে পুঁড়িয়ে যেভাবে হত্যা করা হলো, তা চরম মানবিক বিপর্যয়ের সাক্ষ্য দেয়। আমরা সেই অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ নরপশু সিরাজ উদ্দৌলা এবং তার সহযোগীদের ফাঁসির দাবী নিয়ে এসেছি। আমরা নুসরাতের খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ‘শতভিষা’র এই অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর পরিচালক চম্পক সরকার, নাট্যকর্মী কৃষ্ণা রানী তালুকদার, জন শ্যাম, বিমান তালুকদার, জেসমিন আক্তার, অদিতি দাস, শারমিন জুঁই, পলি দে, ফাহমিদা খান উর্মি, বনশ্রী দাস, শিমুল আক্তার, ঝনিক তালুকদার, নির্মল কান্তি তালুকদার ও উত্তম কাব্য দাস।

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের মানববন্ধন, ফেনীর সুনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শান্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির উদ্যোগে মানব বন্ধন অনুষ্টিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর সাড়ে তিনটায় এ মানববন্ধন অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের বিভাগীয় চিয়ারম্যান দেলোয়ার হোসেন খান,এডভোকেট দিলিপ কুমার দাস,দিলোয়ার হোসেন, হাসান আহমদ নান্নু, এমদাদুর রহমান, সাংবাদিক মো আজমল আলী, আব্দুল আওয়াল মিসবাহ,বেবি আক্তার, রতœা বেগম,আবু ইউসুফ মুন্না,আল আমীন, আচারুন নেছা,চপল আহমদ,মহসিন, সাকিব খান,সাইফুল ইসলাম,রহিমা আক্তার ইমা,কুলসুমা বেগম,সুলতান আহমদ সনি, শেখ জাহিদুর রহমান মাছুম ,হাওয়া, রাজিব দাস,তুহিন আহমদ।

সিলেটে তালামীযে ইসলামিয়ার মানববন্ধন, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসার মেধাবী ছাত্রী আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা, ঢাকায় শিশু মনির হত্যাসহ ও দেশে ক্রমবর্ধমান শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের শাস্ত নিশ্চিতের দাবিতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখা শনিবার মানববন্ধন করেছে। নগরীর সোবহানীঘাটস্থ এলাকায় মানববন্ধনে হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা রেদ্বাউল করীম এর সভাপতিত্বে ও মাদরাসা শাখার সাধারণ সম্পাদক সায়েম ইবনে খায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন, মাদরাসার সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট মহানগর তালামীযের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মারুফ আহমদ, মাদরাসা শাখার সভাপতি ছাত্রনেতা মুশতাক আহমদ। মানববন্ধনে উপস্থিত ছিলেন-মাদরাসার সহকারী শিক্ষক আরিফুল হক সরকার, মাওলানা মাইদুল আলম, মাওলানা আব্দুল কাদির, মাদরাসার লতিফিয়া ছাত্র সংসদ এর জি এস মাহমুদুর রহমান, ২২ নং ওয়ার্ড তালামীযের সাধারণ সম্পাদক এফ কে জুনেদ, আব্দুল্লাহ আল মামুন, মাছুম আহমদ জাকি।

সিপিবি-বাসদ-উদীচী-চারণ-যুব ইউনিয়ন-মহিলা ফোরাম-ছাত্র ইউনিয়ন-ছাত্র ফ্রন্ট এর মানববন্ধন, নুসরাত জাহান রাফির উপর যৌন নিপীড়ন ও নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যাকান্ডের সাথে জড়িত মাদ্রাসা অধ্যক্ষসহ সকলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সিলেট জেলা সিপিবি-বাসদ-উদীচী-চারণ-যুব ইউনিয়ন-মহিলা ফোরাম-ছাত্র ইউনিয়ন-ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ কমিনিউস্ট পার্টি সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, প্রগতি লেখক সংঘের সভাপতি এ কে শেরাম, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্র ফ্রন্টের সঞ্জয় শর্মা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাজ্জাদ হোসেন। সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সদস্য সাতী রহমান, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, খেলাঘরের কেন্দ্রীয় সদস্য তুহিন কান্তি ধর, যুব ইউনিয়ন জেলা সভাপতি খায়রুল হাসান, উদীচী সিলেটের সহ সভাপতি অধ্যাপক ডা. অভিজিৎ দাশ, চারণের সংগঠক নাজিকুল ইসলাম রানা, মহিলা ফোরামের সংগঠক আশু রানি শর্মা ও স্মৃতি রানি দাশ, ছাত্র ইউনিয়নের সভাপতি সরোজ কান্তি দাশ, অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট রনেণ সরকার রনি, সুরমা খেলাঘরের ধ্রæব গৌতম, ভূমি সন্তানের সংগঠক আশরাফুল ইসলাম।

নুসরাত হত্যার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে মানববন্ধন, নুসরাত হত্যার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে মানববন্ধন
ফেনীর সোনাগাজী মডেল ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা ও দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ শাখা। শনিবার সকালে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার হাটুভাঙ্গা আলিম মাদরাসায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সিলেট জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক শাহ হুসাইন মুহাম্মদ বাবু বলেছেন, নুসরাতকে হত্যা এটা নতুন ঘটনা নয়। এ ধরনের ঘটনা ঘটিয়ে যেন কেউ পার না পায় সেদিকে সরকারের সুনজর থাকতে হবে। তিনি আরও বলেন, নুসরাতকে হত্যার প্রতিবাদের ভাষা আমার জানা নাই৷ আমরা সমস্ত জাতি তার কাছে লজ্জিত। আমরা এই ঘটনাকারী সিরাজ উদ দৌলার ফাঁসি দাবি করছি এবং অবিলম্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ট্রাইব্যুনালের কার্যক্রম গতিশীল করতে হবে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা পূর্ব প্রচার ও প্রকাশনা সম্পাদক এম শোয়েব আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা নির্বাহী সদস্য মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহসাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহিউদ্দিন, শিক্ষক নবী হোসেন নবীন, শাহজাহান আহমদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নরুল ইসলাম, মাসুম আহমদ, মাইজগাঁও ইউনিয়ন তালামিযের সভাপতি মুহাম্মদ কামরান আহমদ।

বিশ্বনাথে মানববন্ধন , ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁিসর দাবিতে গত শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’। সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে মানববন্ধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র আহবায়ক মো. ফজল খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র সদস্য সচিব আব্দুল বাতিন, সদস্য নিশি কান্ত পাল, সংগঠক সফিক আহমদ পিয়ার। এসময় উপস্থিত ছিলেন-শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রানী দে, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, সাংবাদিক আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, সংগঠক সাঈদ মিয়া, জসিম উদ্দিন, আশরাফ আলী, সৌরভ মিয়া, ব্যবসায়ী দুলু মিয়া, শিপু মিয়া, এস.এ. সাজু।

বিয়ানীবাজারে নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতন এবং আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার নেতাকর্মীরা। শনিবার দুপুর ২টায় কলেজ ফটকের সম্মুখ সড়কে এ কর্মসূচির আয়োজন করে।
কলেজ তালামীযের সভাপতি ছিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ইয়াকুব বিন সাকিল’র পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সদস্য আব্দুল বাসিত জবলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দস সামাদ আজাদ, পৌর শাখার সাধারণ সম্পাদক সোয়েব আহমদ, উপজেলা শাখার সাবেক প্রচার সম্পাদক সাজু আহমদসহ কলেজ তালামীযের নেতৃবৃন্দ।

সুনামগঞ্জে মানববন্ধন, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি”র হত্যাকারীর ফাসির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক মো: ফজলুল হক, সিনিয়র সহ সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ আবুল হোসেন, কমিটির সদস্য ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম,যুগ্ম সাধারন সম্পাদক অলিউর রহমান সুমন, প্রচার সম্পাদক ও ২৪ ঘন্টার প্রতিনিধি কেএম শহীদুল,শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি নুর মোহাম্মদ স্বজন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আলমগীর হোসেন. সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামলসহ আরো অনেকে। বক্তারা ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে যারা হত্যা করেছে এবং জড়িত সকলকে আইনের আওতায় এন দিষ্টান্ত মুলক শাস্তির দাবীতে ফাসির দাবীতে প্রধান মন্ত্রীর কাছে আহব্বান জানান।

নুসরাতের খুনিদের শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখা। শনিবার বেলা ১১টায় শ্রীমঙ্গলের হবিগঞ্জ সড়কে আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুব আহমেদ সালেহ ও সঞ্চালনা করেন তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। মানববন্ধনে বক্তব্য দেন, তালামীযের সহ-সভাপতি শামসুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জুনায়েদ আহমেদ, প্রভাষক এনামুল হকসহ শিক্ষকবৃন্দ, তালামীয কর্মীবৃন্দ ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাত হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..