সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূব বিরোদের জের ধরে দু-পক্ষে সংঘর্ষে মহিলাসহ আহত ৪০ আহত হয়েছে। আহতদের মধ্যে দু পক্ষের ১১জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়,উপজেলার বালিজুরী ইউনিয়নের তেওরজালাল গ্রামে রবিবার দুপুর ২টায় তেয়রজালাল গ্রামের পুরান হাটি গ্রামের সামনে মোদির দোকানে যায় মোহাম্মদ আলী(২২) সেখানে জোনাঙ্গীর মিয়া(২০) সাথে পূব বিরোদ নিয়ে কথা কাটাকাটি হয়।
এরজেরধরে জোনাঙ্গীর পক্ষের লোকজন দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে আলীর পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ি-ঘর লুটপাট চালায়। এখবর পেয়ে আলীর পক্ষের লোকজন এসে বাধা দিলে দুপক্ষেই সংঘর্ষে জরিয়ে পর। পরে স্থানীয় এলাকাবাসী এসে সংঘর্ষ থামায়। এতে দু-পক্ষের ৪০জন আহত হয়।
আলীর পক্ষের গুরুত্ব আহত অবস্থা তানজুমা বেগম(৩০), মবাশ্বির মিয়া(২০), মুমিনা আক্তার (২০), আব্দুল কাইয়ুম(২৫)কে উদ্ধার করে তাহিরপুরে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নবাব মিয়া(৪০), নুর আহমদ(৩০),হূসেন আহমদ(২৬), মোবাশ্বির (২১), আব্দুল ওয়াহিদ(৪০),মোশারফ (১৪),আলী(২৬) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জোনাঙ্গীরের পক্ষের গুরুত্ব আহত জোনাঙ্গীর(২০), মোনাঙ্গী(৩৮)কে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মোঃ সিরাজুল ইসলাম(৩৫), মোছাঃমস্তুরা বেগম(৬০), নুর নাহার বেগম,(৬০), জমিরুল হক(৪৫)মকবুল হোসেন(৬৫), সাবান নূর(২৫), জামাল মিয়া(৩২), আলামিন(৩০),মাহফুল(৩৫)কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
Sharing is caring!