সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মদীনা মার্কেটে খুন হওয়া ফল ব্যবসায়ী শাহাব উদ্দিন খুনের আসামী আব্দুর রহমানকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সোমবার গোয়েন্দা পুলিশের এসআই শাওন মাহমুদের আবেদনের প্রেক্ষিতে আসামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
২৮ জানুয়ারি নগরীর মদিনা মার্কেটে ফল ব্যবসায়ী শাহাব উদ্দিন খুন হন। এ ঘটনায় বাদি হয়ে নিহতের ভাই সাজ্জাদ আহমদ একটি হত্যা মামলা দায়ের করেন।
সাজ্জাদ আহমদ বলেন, যে রাতে শাহাব উদ্দিন খুন হয় ওই রাত তার ভাই দক্ষিণ সুরমাস্থ বাড়িতে যেতে চাইছিলেন। কিন্তু খুনী আব্দুর রহমান তাকে জোর করে মদিনা মার্কেটে রাখে। সে শাহাব উদ্দিনকে খুন করে সকালে সিএনজি দিয়ে পালিয়ে যায় বলেও জানান তিনি। তিনি বলেন, কারও সাথে আমাদের কোন শত্রুতা নেই। ওই রহমান-ই তার ভাই শাহাব উদ্দিনকে খুন করেছে।
এর আগে গত সোমবার উচ্চ আদালত থেকে জামিন নেওয়া আব্দুর রহমান সোমবার সিলেটের নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে বিচারক আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এদিকে, মামলার বাদি সাজ্জাদ আহমদ বলেন, অধিকতর তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলাটি থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আশা করি গোয়েন্দা পুলিশ কোনোরকম চাপের কাছে নতি স্বীকার না করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই শাওন মাহমুদ বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলতে পারছিনা, তবে অভয় দিচ্ছি কোনো চাপই ন্যায় বিচার প্রতিষ্ঠা থেকে টলাতে পারবেনা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd