সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাতারগাঁও নামক স্থানে সংঘবদ্ধ চাঁদাবাজরা সরকারি নিয়ম লঙ্গন করে পথচারীসহ বিভিন্ন যানবাহনের কাছ থেকে হাজার হাজার টাকা আদাঁয় করছে প্রতিদিন। এ কারনে এই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও সর্বস্থরের জনসাধারনের সাথে ঝগড়া বিবাধ লেগেই আছে। এর প্রতিকার চেয়ে লিল মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা কাছে ১৬ এপ্রিল মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ জানাযায়,বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও( ইসলামপুর)একটি নামমাত্র খেয়াঘাটের নাম করে সংঘবদ্ধ ৪/৫ জন লোক দীর্ঘ দিন ধরে মটর সাইকেল থেকে ১০ টাকা,ঠেলাগাড়ি থেকে ২০ টাকা,রিক্সা থেকে ১০ টাকা ও জনপ্রতি ৫টাকা করে টাকা আদায় করছে।
এনিয়ে প্রতিবাদ করলে ঐ সংঘবদ্ধ চক্র মারপিট করে।
স্থানীয় এলাকাবাসী জানান,খালি স্থানে এভাবে টাকা আদায় করা অন্যায়। আমরা বাধা দিলে খারাপ কথা বলে। তাই আইনশৃংখলা বাহিনীর সহায়তা চাই।
এই বিষয়ে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মুনতাসির হাসান জানান,অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হচ্ছে।
Sharing is caring!