ক্রাইম সিলেট ডেস্ক : এসএমপির শাহপরান থানাধীন এলাকা ইসলামাবাদের বাসিন্দা সুরত আলীর (৭৭) বিরুদ্ধে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছে ওই ধর্ষিতা শিশুর পরিবার।
১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুরত আলীর উপর শিশুর পরিবারের পক্ষে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলা তুলে নেয়ার জন্য ধর্ষক সুরত আলী ও তার ছেলেরা একদল সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই অসহায় পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশানর বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ধর্ষিতা স্কুল ছাত্রীর মা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, শাহপরান গেইটে একটি ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে গত ৩১ মার্চ রোববার বিকেলে সুরত আলী। ওই সময় শিশুটি ঘরের পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল। তখন সুরত আলী ওই শিশুকে তেতুল খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুর চিৎকারে খেলার সঙ্গীরাসহ প্রতিবেশীরা এগিয়ে গেলে বৃদ্ধকে উলঙ্গ অবস্তায় দেখতে পান তারা। পরে সুরত আলী সাথে সাথে ওই ঘর থেকে বেরিয়ে যায়। পরে শিশুকে রক্তাক্ত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন। এর পর শিশুর পরিবারের পক্ষে শাহপারান থানায় গত ৪ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। (যার নং-০৪)। পরবর্তীতে সুরত আলী হাইকোর্ট থেকে ওই মামলার জামিন নিয়ে ধর্ষিতার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছেন।
এই ধর্ষণ মামলাকে ভিন্নখাতে নেওয়ার জন্য এলাকার একটি মহলকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন সুরত আলী। গত ১৩ এপ্রিল শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশানর বরাবরে নিজেকে নির্দোষ দাবি করে লিখিত অভিযোগও দিয়েছেন সুরত আলীর ছেলে মিজানুর রহমান।
মিজান তার অভিযোগে মামলটি সাজানো ও পূর্বশক্রতার জের বলে উল্লেখ করেছেন। তিনি মামলাটি ভিন্নখাতে প্রবাহের পাঁয়তারায় লিপ্ত রয়েছেন। যার ফলে বর্তমানে ধর্ষিতার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই যে-কোনো সময় ধর্ষিতার পরিবারের উপর নেমে আসতে পারে চরম বিপর্যয়। সুরত আলী একজন মিথ্যা মামলাবাজ এবং তার ছেলেদের বিরুদ্ধে এলাকায় অসংখ্য অভিযোগ রয়েছে।
সুরত আলীর মামলা তুলে নেওয়ার ও হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ধর্ষিতা মা।
স¤প্রতি স্থানীয় এলাকাবাসী শাহপরান গেইটে ধর্ষক সুরত আলীর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জবরুল হোসেন, খাদিমপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য কবির আহমদ, ইসলামাবাদ জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল খালিক, ইকবাল হোসেন শামিম, জামিল আহমদ, আফসার আহমদ, মান্না আহমেদ, সুব্রতচন্দ্র, সাদ্দাম, মামুন আহমদ, হেলাল আহমদ, সোহেল আহমদ, আনহার আহমদ, সাইম আহমদ, ফরিদ আহমদ, রাজু।