সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এবং পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে সিলেটে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনার আলোকে এই সতর্কতা গ্রহণ করা হয়েছে।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা সিলেটভিউকে বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারে নজরদারি চলছে।’
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘শবে বরাতে কেউ আতশবাজি করা কিংবা পটকা ফুটাতে পারবে না। এরকম কাজে কাউকে পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ এবং হযরত শাহপরান (রহ.) এর দরগাহসহ সকল মসজিদেও নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে কঠোর অবস্থানে রয়েছে জেলা ও মহানগর পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।
নিরাপত্তা নিশ্চিতে র্যাব-৯ এর সদস্যরাও মাঠে কাজ করছেন বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd