সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন পুষ্টি বিষয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে। বর্তমান সময়ে গুরুত্বপূর্ন পুষ্টি সম্পর্কে সকলের সাধারণ জ্ঞান রাখা উচিৎ বলে আমি মনে করি। তিনি বলেন প্রতিটি প্রাণী আহার করে বেঁচে থাকে। বেঁচে থাকার তাগিদে প্রত্যেক মানুষও খাবার খায়। কিন্তু পুষ্টি সম্পর্কে জ্ঞান না থাকায় তার খাবারের তালিকায় পুষ্টি সমৃদ্ধ খাবার থাকে না। সুতরাং পুষ্টি সম্পর্কে সচেতন হয়ে খাদ্য তালিকা তৈরী করা একান্ত প্রয়োজন। তিনি জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রেহান উদ্দিন। উপজেলা পরিসংখ্যানবিদ আব্দুল মালেক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, জুনিয়র কনসালটেন্ট ডা. শাহ কামাল. ডা. আনম এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, এনজিও কর্মকর্তা রঞ্জন চন্দ্র দাস, নীহার দাস, নূরুল আলম প্রমুখ। উল্লেখ্য সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্নাঢ্য র্যালীর মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd