সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন মামলার আসামী খোকনসহ চাঁরজনকে আটক করে কোর্টে প্ররন করে থানা পুলিশ। কিন্তু এরপর থেকে খোকনদের পক্ষে ইতি মধ্যে শুরু হয়েছে বিভিন্ন তদবীর। গত ১৪ এপ্রিল পুলিশ বাদী হয়ে ৪ খোকনসহ চাঁরজনকে আটক করে ডাকাতির প্রস্তুতি মূলক মামলায় কোর্টে পাঠানো হয়। বর্তমানে তারা ওই মামলায় কারাবন্ধী আছে।
সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশকে দোষি করে জাফলং নয়াবস্তি এলাকার মোঃ আব্দুস সহিদের ছেলে মোঃ আলমাস মিয়া গত ২১ এপ্রিল সিলেট জেলা পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দাখিল করেছেন। এই মামলাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল।
আলমাস মিয়া থানার এ এস আই রাজীব রায় দোষী করে ওই আসামীদের মাজিনের জন্য জোর লবিং চালিয়ে যাচ্ছেন। আলমাসের অভিযোগে উল্লেখ করেন ওই আসামীরা কোন খারাপ কাজের সাথে জড়িত হয় নি এমনটি হলে তাহাদের বিরুদ্ধে অনেক ডাকাতির মামলা থাকত বা এর অকার ডাকাতি হতে পারে এমন কোন সংবাদ থানা কর্তৃপক্ষের কাছ থাকত।
কিন্তু ডাকাতির প্রস্তুতিকালে তাদের কাছ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। অথচ খোকনের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা রয়েছে। (মামলা নং ২৮৭) সহ এ ধরনের আরো অনেক মামলা আছে।
এলাকা সূত্রে জানা যায়, তারা গ্রেফতারের পর থেকে এলাকায় কোন ডাকাতির ঘটনা ঘটেনি। পুরো এলাকায় এখন শান্তি বিরাজ করছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd