নার্সিং অধিদপ্তরের ডিজিকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সিলেটে জিডি ও প্রতিবাদ

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

নার্সিং অধিদপ্তরের ডিজিকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সিলেটে জিডি ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার :: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) তন্দ্রা শিকদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্র“প থেকে অপপ্রচার করছে কুচক্রি মহল। গত ২০ এপ্রিল বিকাল ৩টা ১৭ মিনিটে ‘ডিপ্লোমা ইন নার্সিং টু পিএইচডি’ নামক গ্র“পে জনৈক নয়নতারা বেগম নয়ন একটি পোস্ট দেন। ফেইসবুকে পোস্টে তিনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে অপেশাদার উলে­খ করে তাকে অপসারণের জন্য আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেন। জনৈক নয়ন তারার এহেন কার্যকলাপের বিরুদ্ধে ও তাকে গ্রেফতার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। মঙ্গলবার (২৩ এপ্রিল) তিনি সাধারণ ডায়েরী করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা কে বা কারা নার্সিং অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে ‘ডিপ্লোমা ইন নার্সিং টু পিএইচডি’ নামক ফেসবুক গ্র“প ব্যবহার করে নার্সিং কর্মকর্তাদের নামে কুরুচিপূর্ণ পোস্ট করে আসছে। ওই ফেসবুক গ্র“প ব্যবহারীকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।

এদিকে- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদমাধ্যমে প্রতিবাদলিপি পাঠিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। বুধবার (২৪ এপ্রিল) সকালে পাঠানো এই প্রতিবাদলিপিতে তারা অপপ্রচারকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..