সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) তন্দ্রা শিকদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্র“প থেকে অপপ্রচার করছে কুচক্রি মহল। গত ২০ এপ্রিল বিকাল ৩টা ১৭ মিনিটে ‘ডিপ্লোমা ইন নার্সিং টু পিএইচডি’ নামক গ্র“পে জনৈক নয়নতারা বেগম নয়ন একটি পোস্ট দেন। ফেইসবুকে পোস্টে তিনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে অপেশাদার উলেখ করে তাকে অপসারণের জন্য আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেন। জনৈক নয়ন তারার এহেন কার্যকলাপের বিরুদ্ধে ও তাকে গ্রেফতার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। মঙ্গলবার (২৩ এপ্রিল) তিনি সাধারণ ডায়েরী করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা কে বা কারা নার্সিং অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে ‘ডিপ্লোমা ইন নার্সিং টু পিএইচডি’ নামক ফেসবুক গ্র“প ব্যবহার করে নার্সিং কর্মকর্তাদের নামে কুরুচিপূর্ণ পোস্ট করে আসছে। ওই ফেসবুক গ্র“প ব্যবহারীকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।
এদিকে- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদমাধ্যমে প্রতিবাদলিপি পাঠিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। বুধবার (২৪ এপ্রিল) সকালে পাঠানো এই প্রতিবাদলিপিতে তারা অপপ্রচারকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd