সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর শিবগঞ্জ লাকড়ি পাড়া এলাকায় শাহপরাণ (রহঃ) থানা পুলিশ অভিযান ও লাকড়ি পাড়া রংধনু ক্লাবের সদস্যদের সহযোগীতায় দুই জন মহিলা সহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত ২৩ এপ্রিল রাত ১২ টার দিকে এসএমপি শাহপরাণ(রহঃ) থানার এসআই মো: এনায়েত উল্লাহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লাকড়ি পাড়া রংধনু ক্লাবের সদস্যদের সহযোগীতায় অসামাজিক কার্যকলাপ ও মাদকদ্রব্য বিক্রয় সময় ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আলম আহমদ (২৮) পিতা- মুসলিম মিয়া, সাং, মুন্সিহাট, থানা, লাকসাম, জেলা,কুমিল্লা, বর্তমানে-কালীঘাট (কামালঘর), থানা কোতয়ালী, জেলা, সিলেট’কে শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ লাকড়ীপাড়াস্থ রংধনু-১৮নং বজলু মিয়ার বাসায় অভিযান দিয়ে গ্রেফতার
করেন। পুলিশ দল বাসা তল্লাশির সময় অসামাজিক কার্যকলাপে দুজন মহিলা সহ গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী আলম আহমদ (২৮) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত নেভী ব্লু রংয়ের থ্রী কোয়াটার ট্রাউজারের সামনের বাম পকেট হইতে কালো পলিথিনের টুকরায় মোড়ানো ২০ (বিশ) পিস ইয়াবা উদ্বার করে। আটকৃত মহিলা রাবিয়া বেগম(২৫) ও সালমা (২২) কে থানায় নিয়ে যাওয়া হয়।
ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই মো: এনায়েত উল্লাহ, শাহপরাণ (রহঃ) থানায় বাদী হয়ে মাদক ব্যবসায়ী ধৃত আসামী আলম আহমদ,রাবিয়া ও সালমার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় এজাহার দাখিল করিলে, শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১৬ ঘটনা নিশ্চিত করে শাহপরান (রঃ) থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বলেন স্থানীয় এলাকার ক্লাবের সহযোগিতায় মাদক আস্তানায় অভিযান দিয়ে মহিলা সহ মাদক ব্যবসায়ী কে আটক করা হয় ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd