ইইউ পার্লামেন্ট নির্বাচনেও প্রার্থী হচ্ছেন সিলেটের রাবিনা খান

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

ইইউ পার্লামেন্ট নির্বাচনেও প্রার্থী হচ্ছেন সিলেটের রাবিনা খান

গোলাপগঞ্জ প্রতিনিধি :: আগামী মে মাসের ২৩ তারিখ ইইউ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে প্রার্থী হচ্ছেন সিলেটের গোলাপগঞ্জের রাবিনা খান। বৃটেনের মূলধারার রাজনৈতিক দল ‘লিবারেল ডেমোক্র্যাট পার্টি’র ব্রেক্সিট বিরোধী অবস্থান থেকে প্রতিদ্বনিন্ধতা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ কাউন্সিলর রাবিনা খান।

নির্বাচনে লন্ডনের আসন থেকে লড়ছেন তিন সন্তানের জননী রাবিনা। বর্তমানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শাডওয়েল ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর তিনি।

ইউরোপিয়ান ডাইভার্সিটি অ্যাওয়ার্ড বিজয়ী রাবিনা ১৯৯২ সালে ১৯ বছর বয়সে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা আমিনুর খানকে বিয়ে করে সেখানে বসবাস শুরু করেন। তার বই আয়েশাদস রেইনবো সূধিজনের প্রশংসা লাভ করেছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বনিন্ধতা করে দ্বিতীয় অবস্থানে ছিলেন রাবিনা খান। এবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি।
প্রথম দিকে কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী থেরেসা মে এই নির্বাচনে অংশ নিতে অনাগ্রহী থাকলেও ব্রেক্সিটের তারিখ ৬ মাস পিছিয়ে ৩১ অক্টোবর করা হলে নির্বাচনে অংশ নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই যুক্তরাজ্যের।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..