সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার কোম্পানীগঞ্জ থেকে ১টি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি মোটসাইকেলসহ একাধিক ডাকাতি মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (২৭ এপ্রিল) রাত ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায় অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতার অভিযান পরিচালনা করে। এই অভিযানে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল অংশ নেয়।
গ্রেপ্তারকৃত আসামিরর নাম মো. রিপন মিয়া (২৯)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেগারগাঁও গ্রামের জজ মিয়ার ছেলে। রোববার (২৮ এপ্রিল) র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত রিপন মিয়ার নামে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি, খুনের উদ্যোগ, শ্লীলতাহানী, অপরাধ মুলক ভীতি প্রদর্শনসহ একাধিক মামলা রয়েছে। অভিযানে জেলার কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার থেকে ১টি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি মোটসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd