সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৯
সিলেট :: মদন মোহন কলেজ ও গোয়াইনঘাট তোয়াকুল কলেজের প্রভাষক সাইফুর রহমান হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে মানববন্ধন করে গোয়াইনঘাট সমিতি, সিলেট।
গোয়াইনঘাট সমিতির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ মোস্তাকিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। এসময় তিনি বলেন, সদা হাস্যোজ্জ্বল বিনয়ী একজন মানুষ ছিলেন সাইফুর। কখনও কারো সাথে ঝগড়া বিবাদে জড়াতে দেখা যায়নি তাকে। এমন একজন শান্ত প্রকৃতির মানুষের জীবনের এই বিভীষিকা কিছুতেই মেনে নেওয়া যাবে না। সাইফুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে এসময় অনেককেই আবেগ-আপ্লুত হতে দেখা যায়। তিনি সাইফুর হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানান।
তিনি আরো বলেন, গোয়াইনঘাট সমিতির পক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরে খুনিদের ফাঁসির দাবিতে স্বারক লিপি প্রদান করা হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লাল মোহন দে, এড. আব্দুর রহিম, এড. আল আসলাম মুমিন, লুৎফুর রহমান, এম.এ লতিফ, আতিকুর রহমান, এড. তাজ উদ্দিন, সিরাজুল ইসলাম, নুরুল হোসেন জাহেদ, এড. শাহজাহান সিদ্দিকী, এড. নুর আহমদ, ডা. আব্দুর রাজ্জাক, এড. লিয়াকত আলী, এড. মোবারক হোসেন, এড. শিব্বির আহমদ, এড. জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবুল হোসেন, মখলিছুর রহমান রনি, ফয়েজ উদ্দিন আহমদ, আব্দুর রউফ মাস্টার, শওকত আলী, শোয়াইব আহমদ মাস্টার, আহমদ আল মাসুদ, প্রভাষক সমীর চন্দ্র নাথ, এহসান, খলিল জিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোয়াইনঘাট সমিতির ধর্ম সম্পাদক মাওলানা আব্দুর রহিম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd