গোয়াইনঘাটে মহান মে দিবস পালিত

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ১, ২০১৯

গোয়াইনঘাটে মহান মে দিবস পালিত

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে শান্তিপূর্ণভাবে মহান মে দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রমিক মালিক ঐক্য গড়ি’ উন্নয়নের শপথ করি” এই শ্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এসময় র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় এসে মিলিত হয়।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল হক, উপজেলা আওয়ামী লীগ নেত সুভাশ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন। এরপর সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের জাফলং শাখা, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন এবং জাফলং পাথর উত্তোলন বহুমখী সমবায় সমিতির যৌথ উদ্যোগে উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর পয়েন্টে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে জাফলং ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সহ সভাপতি আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পাথর শ্রমিক ইউনিয়নের ২৭নং ইউনিটের সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জাফলং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফরহাদ আলী, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রহমান, কবি শফিকুল ইসলাম বিক্রমপুরী, ডা. নূরুল ইসলাম প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..