সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ২, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে নদ-নদীসহ নিম্নাঞ্চলে পানি বাড়ছে। উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলের পানি প্লাবিত করছে হাওর-বিলসহ উপজেলার বিভিন্ন এলাকা। ঘূর্ণিঝড় ফণীর কারণে সৃষ্ট ভারি বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে দাবি আবহাওয়াবিদদের।
এদিকে হাওরাঞ্চলসহ গোয়াইনঘাটের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধির ফলে রোপণ করা বিভিন্ন স্থানের পাকা বোরো ফসল কেটে ঘরে তোলার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নির্দেশে বিভিন্ন হাওরে হালকা নিমজ্জিত পাকা ধানগুলো দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষি অফিসের মাধ্যমে মাইকিং করানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, গোয়াইনঘাটে নদ-নদীসহ নিম্নাঞ্চলে বাড়ছে পানি। এতে করে বিভিন্ন স্থানের বোরো ফসল নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কৃষকদের পাকা ধান কেটে দ্রুত ঘরে তুলতে কৃষি বিভাগের মাধ্যমে মাইকিং করে কৃষক পরিবারগুলোকে সর্তক করা হয়েছে। এছাড়াও কৃষকদের যে কোন প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd