গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ফারুক

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ২, ২০১৯

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ফারুক

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ। তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

পরিদর্শনের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার, কনসালট্যান্ট ও প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের সাথে কথা বলেন তিনি।
রোগীদের সমস্যা নানা সমস্যা এবং সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বৃন্দের সেবার বিষয়ে তিনি মনযোগী হয়ে শোনেন। এ সময় কর্তব্যরত মেডিকেল অফিসারকে আরো মনোযোগী হয়ে চিকিৎসা প্রদানের জন্য অনুরোধ জানান।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আতিফ ইবনে সাঈদ।

এদিকে গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন উপজেলাবাসীর কাছে আশার আলো জাগিয়েছে।
জনপ্রতিনিধিদের পরিদর্শনের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান আরও বৃদ্ধি হবে বলে আমরা আশাবাদী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..