গোলাপগঞ্জের আলোচিত ফলিক খানের বিরুদ্ধে মহিলা আইনজীবীর অভিযোগ

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মে ৭, ২০১৯

গোলাপগঞ্জের আলোচিত ফলিক খানের বিরুদ্ধে মহিলা আইনজীবীর অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর ছবি প্রকাশ করে মানহানিকর ঘটনার অভিযোগ এনে আইনের দ্বারস্থ হয়েছেন সিলেট জজ কোর্টের একজন মহিলা শিক্ষানবীশ আইনজীবী।

তিনি গত ২৯ এপ্রিল ফলিক খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের শিক্ষানবীশ আইনজীবী কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং- ৪৯১৬। অভিযুক্ত ফলিক খান গোলাপগঞ্জের লামাচন্দরপুর গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র। বিভিন্ন সময়ে তিনি নানা কারণে এলাকায় আলোচিত-সমালোচিত হয়েছেন।

জিডিতে শিক্ষানবীশ আইনজীবী উল্লেখ করেন- গোলাপগঞ্জের আমেরিকান প্রবাসী ফলিক খান তার নামীয় ফেইসবুক আইডি Folik U khan-এ ডলির সাথে কয়েকটি আপত্তিকর ছবি পোষ্ট করেছেন। এমনকি অনেকের ব্যক্তিগত ম্যাসেঞ্জারে তিনি ছবিগুলো দিয়েছেন। যার ফলে পেশাগত কাজে বাঁধা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন শিক্ষানবীস আইনজীবী। ফলিক খানকে ছবি প্রদানের ব্যাপারে জিজ্ঞেস করলে- উল্টো শিক্ষানবীশ আইনজীবীকে তার ব্যবহৃত মোবাইল ফোনে গুম ও খুন করার হুমকি দেন এবং নুসরাতের মতো ডলিকেও পুড়িয়ে হত্যা করার হুমকি দেন ফলিক।

এ অবস্থায় ভয়ে আর কোন উপায়ান্তর না পেয়ে ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা ও ফলিক খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই মহিলা শিক্ষানবীশ আইনজীবী কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..