সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ৮, ২০১৯
রেলে কর্মরত অবস্থায় এক নারীকে দিয়ে পা টেপানোর অভিযোগে সুকুমার অধিকারী নামে রেলের এক সাব-ইন্সপেক্টরকে (এসআই) সাসপেন্ড করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনে এ ঘটনা ঘটে।
জিনিউজ জানায়, গত শুক্রবার দুপুরে রেলের রেস্ট রুমের ভেতরে সুকুমার অধিকারী নামে রেলের ওই এসআইয়ের পা টিপে দিচ্ছিলেন এনভিএফ কর্মী নিন্নি সাহা। বরুনচন্দ্র মণ্ডল নামে এক এএসআই ঘটনার ভিডিও করেন।
পরে পা টিপে দেওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই এসআই সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপিতে ক্লোজ করা হয়। পরে শনিবার তাকে সাসপেন্ডও করা হয়।
জানা গেছে, এনভিএফ কর্মী নিন্নি সাহা গত ২ বছর ধরে বালুরঘাট স্টেশনে রয়েছেন। বিভিন্ন সময়ে তিনি স্টেশনে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে।
রেলের অফিসার ইনচার্জ প্রদীপ কর্মকার বলেন, “এসআই সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপি-তে ক্লোজ করা হয়েছে। আমার কাছে এই বিষয়ে কোনো চিঠি আসেনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd